advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু -বাঁশখালীজনপদ২৪.কম


জনপদ সংবাদদাতাঃ
চট্টগ্রামের বাঁশখালীতে পহেলা বৈশাখ উপলক্ষে ভোর পূজার ফুল তুলতে গিয়ে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বৈস্বার টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বৈলগাঁও এলাকার  মৃত সুকুমার দে এর পুত্র রতন দে (৫৬)। 

বন বিভাগের কালীপুর রেঞ্জ কর্মকর্তা মুহহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন- সাধনপুর ইউনিয়নের বৈস্বার টিলা এলাকায় রতন দে নামক এক বৃদ্ধা হাতির আক্রমণে মারা গেছে। শুক্রবার দুপুরে স্থানীয় কৃষকেরা পানের বরজে পান তুলতে গেলে তার লাশ দেখতে পেয়ে আমাদের কে জানায়। আমরা ঘটনাস্থলে গিয়ে তার শরীরে হাতির দাঁত দিয়ে কামড়ে চিহ্ন দেখতে পাই। তার হাতে কিছু জবা ফুল দেখেছি। হয়তো ভোর সকালে পহেলা বৈশাখ উপলক্ষে পূজার ফুল তুলতে গিয়ে হাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরো জানান, আমরা বন বিভাগের পক্ষ থেকে  তার পরিবারকে সহযোগিতা করা হবে। 

এদিকে হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা ও বিভিন্ন খাদ্য সামগ্রীসহ মানবিক সহায়তা প্রদান করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই