বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে অগ্নিকান্ডের ঘটনায় ২৫০ গ্রাহকের ইদ স্বপ্ন নতুন পোশাক পুড়ে ছাই -বাঁশখালীজনপদ২৪.কম


জনপদ সংবাদদাতাঃ
 চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডের ঘটনায় মুদির দোকান ও দর্জির দোকান পুড়ে যায়। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হলেও পুড়ে যায় ২৫০ গ্রাহকের স্বপ্নের ইদের পোশাক।

সোমবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার সময় বাঁশখালী পৌরসভার হারুন বাজারের অদূরে ১ নম্বর ওয়ার্ড এলাকার উত্তর জলদি ভাদালিয়া রুহুল্লা পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় ওই এলাকার ব্যবসায়ী মুদির দোকান আনছার  ও টেইলার্স (দর্জির দোকান) আব্দুল হক খলিফা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মুহাম্মদ আজিজ উল্লাহ জানান, বিকেলে আব্দুল হক খলিফার দোকান থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই দর্জির দোকানের প্রায় ২৫০ জন গ্রাহকের ইদের নতুন পোশাক যা সেলাই করার জন্য রেখেছে সবই পুড়ে যায়। পার্শ্ববর্তী আনছারের মুদির দোকানের সর্বস্ব পুড়ে যায় এ ঘটনায়।

এ ব্যাপারে আব্দুল হক খলিফা জানান, ঈদ উপলক্ষে সেলাই করা সব কাপড় পুড়ে গেছে। গতকাল থেকে গ্রাহকদের কাপড় ডেলিভারী দিচ্ছি। এ ঘটনায় আমার রোজগারের একমাত্র দোকান, সেলাই মেশিনসহ সব পুড়ে যায়। এখানে প্রায় ২৫০ জন গ্রাহকের নতুন পোশাক পুড়ে যায়। নিমিষেই চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর টিম লিডার নুরুল বাশার জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলের দিকে যাচ্ছি। পরক্ষণে ফোন আসে দু'দোকানের সব পুড়ে যায়। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আমরা চলে আসি।



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.