উপজেলা পরিষদ চত্বরে সোমবার (২৫ এপ্রিল) সকালে অনুষ্ঠিত কৃষিযন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এম'পি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেক অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা বিধান কান্তি দত্ত, সুরঞ্জিত রুদ্র, উৎপল রায়, কলিমুল্লাহ সহ উপজেলার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব নীতিমালার অংশ হিসেবে এবং মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের প্রচেষ্টার ফলে কৃষিতে আজ আধুনিকায়ন ও বাণিজ্যিকীকরণের ছোঁয়া লেগেছে। তারই ধারাবাহিকতায় বাঁশখালীতেও সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় কৃষির নতুন নতুন প্রজেক্ট চালু হয়েছে। বেড়িবাঁধ নির্মান হওয়ায় অনেক লবনাক্ত জমি এখন চাষের আওতায় এসেছে। কৃষি যন্ত্রপাতি বিতরনে ৭০% ভর্তুকী পেয়েছে।
এ সময় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বাঁশখালীর কৃষিতে নতুন মাত্রা যোগ হবে। দক্ষিণ চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় কৃষি বিপ্লব সাধিত হবে।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন