advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

জব্বারের বলী খেলা আজ -বাঁশখালীজনপদ২৪.কম


খেলাধূলা ডেস্কঃ
 
নগরীর লালদিঘি মাঠ এলাকায় শুরু হয়েছে জব্বার আলীর বলী খেলা উপলক্ষে বৈশাখী মেলা। করোনার কারণে দুই বছর বন্ধ থাকলেও অপেক্ষাটা তিন বছরের। অবশেষে গতকাল প্রাণের মেলায় পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। দিনের বেলায় লোক সমাগম কম থাকলেও সন্ধ্যার পর জমতে শুরু করেছে মেলা। আজ বিকাল তিনটায় শুরু হবে শতবর্ষী এ আয়োজনের প্রধান আকর্ষণ বলী খেলা। লালদিঘি পাড়ের গোলচত্বর এলাকায় নির্মিত মঞ্চে শিরোপা লড়াইয়ে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বলীরা। আয়োজকদের পক্ষে এবার প্রথমবারের মতো এদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পবিত্র রমজান মাস হওয়ায় এবার মেলায় বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। যান চলাচল নির্বিঘ্নে রাখতে গতকাল প্রধান সড়কের উপর বসতে দেয়া হয়নি কাউকে। ফুটপাত ও খালি জায়গায় দোকান বসানো হয়েছে। মেলায় আসা দোকানিদের কাছ থেকে যাতে কেউ চাঁদা নিতে না পারে সেজন্য কঠোর নজরদারি রেখেছে সিএমপি। আয়োজক ও পুলিশের পক্ষ থেকে ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে দোকানিদেরও সর্তক থাকতে বিভিন্ন নির্দেশনা দেয়া হচ্ছে। গতকাল সরজমিনে ঘুরে দেখা গেছে, বলী খেলার মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। লালদিঘির পাড় ও আশেপাশে পুরো এলাকাজুড়ে বসেছে মেলা। দেশের বিভিন্নপ্রান্ত থেকে মাটির তৈজসপত্র, খেলনা আর বাঁশ-বেতের সামগ্রী, গাছের চারা, ফুলঝাড়ু, তাল পাতার হাতপাখাসহ নানা ধরনের পণ্য নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। রয়েছে কাঠ ও প্লাস্টিকের তৈরি আসবাব, সৌখিন জিনিসপত্র, শিশুদের খেলনাসহ নানা সামগ্রী। কথিত আছে চিরুনি থেকে ফুলদানি প্রায় সবই পাওয়া যায় এ মেলাতে। তবে প্রথমদিনে মেলা পুরোপুরি জমে না উঠলেও আজ থেকে ভিড় বাড়বে বলে আশা বিক্রেতাদের। 

এদিকে বলী খেলায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে প্রতিযোগীরা আসতে শুরু করেছে। যাচাই বাছাই শেষে আজ মূল মঞ্চে শক্তির লড়াইয়ে নামবেন একশ প্রতিযোগী। আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগীদের থাকা-খাওয়াসহ জার্সি প্রদান করা হবে। আজ প্রতিযোগিতা শুরুর আগে জার্সি পড়ে এসব প্রতিযোগীরা মেলা এলাকা প্রদক্ষিণ করবেন।


মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, ‘প্রতিবারের মতো এবার দেশের বিভিন্ন এলাকা থেকে বলীরা নাম অন্তর্ভুক্ত করেছেন। এসব বলীদের কুস্তি প্রতিযোগিতা সম্পর্কে কোন প্রশিক্ষণ নেই। সম্পূর্ণ বক্তিগত প্রচেষ্টায় এরা বছরজুড়ে প্রতিযোগিতার জন্য নিজেদের তৈরি করেন। অনেকে আবার বংশ পরম্পরায় বলী খেলে আসছেন। অনেকটা প্রাণের টানে প্রতিবছর তারা ছুটে আসেন এ প্রতিযোগিতায়। এবার তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।


তিনি আরও বলেন, ‘এসব প্রতিযোগীদের যদি প্রশিক্ষণের ব্যবস্থা থাকত, তাহলে লড়াইটা অন্যরকম হত। আজ বিকেল তিনটায় এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।’

 -সূত্র-পূর্বকোণ




বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই