জনপদ সংবাদদাতাঃ বাঁশখালীর প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব মাস্টার জাফর আহমদ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আজ ভোর ৬টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার (২ মে) বিকাল ৫টা ৩০ মিনিটে পুঁইছড়ি ইউনিয়নের পণ্ডিতকাটা গ্রামের খালিদ বিন জামে মসজিদের মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন তাঁর বড় পুত্র রোটারিয়ান মুবিনুল হক মুবিন।
জীবদ্দশায় আলহাজ্ব মাস্টার জাফর আহমদ পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, বারবাকিয়া ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসা, দক্ষিণ পুঁইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত সফলতা ও দক্ষতার সহিত শিক্ষকতা করেছেন।
এদিকে তাঁহার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও সুধী মহল শোক প্রকাশ করেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন