advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

বাঁশখালীর গন্ডামারায় নৌকার প্রার্থী বদল, মাঝি হলেন শিহাব উল হক -বাঁশখালীজনপদ২৪.কম

গন্ডামারা ইউনিয়নে নৌকার মনোনয়নে চূড়ান্ত প্রার্থী শিহাব উল হক সিকদার।

জনপদ ডেস্কঃ
নবম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন বোর্ডের সভায় গত শুক্রবার বিকেলে গণভবনে মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় বাঁশখালীর ১৪ টি ইউনিয়ন পরিষদের নৌকা প্রার্থীদের নাম চূড়ান্ত হয়। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গন্ডামারা ইউনিয়ন আ'লীগের প্রার্থী হিসেবে জাহিদুল হক চৌধুরী মার্শাল কে ঘোষণা করা হয়।

মনোনয়নের তিনদিনের মাথায় বহুল আলোচিত বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে  আওয়ামীলীগের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। সোমবার জাহিদুল হকের স্থানে মনোনয়ন দেওয়া হয় গন্ডামারা ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক শিহাব উল হক সিকদার কে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গন্ডামারায় নৌকার মনোনয়ন পেয়েছেন নুরুল মোস্তফা সংগ্রাম। তিনি এবারও নৌকার মনোনয়ন চেয়েছেন কিন্তু নৌকা বদলের এ পালায় শিহাব উল সিকদার কে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেন দলটির মনোনয়ন বোর্ড।

উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ২৫ এপ্রিল বাঁশখালীর ১৩টি ইউনিয়নের তফসিল ঘোষণা করে। এতে অদৃশ্য ইশারায় বাদ পড়ে যায় বহুল আলোচিত গন্ডামারা ইউনিয়ন। এ দিকে বাদ পড়া গন্ডামারা ইউনিয়নকে অন্তর্ভুক্ত করে তিনদিনের মাথায় পুনরায় তফসিল ঘোষণা করা হয়।

ফলে, আগামী ১৫ জুন গন্ডামারা সহ বাঁশখালীর ১৪ টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হবে। এবারের নির্বাচনে বাঁশখালীতে ইউনিয়ন পর্যায়ে প্রথমবারের মতো ইভিএম পদ্বতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নৌকার প্রার্থী তিনদিনের মাথায় বদলের কারণ হিসেবে বাঁশখালীর তৃণমূল রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করেন, দীর্ঘদিন ধরে শিহাব উল হক সিকদার এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেন। তার সাথে জনসম্পৃক্ততা রয়েছে। হয়তো এসব সার্বিক বিবেচনায় তাকে নৌনার মনোয়ন দেওয়া হয়।



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com 


কোন মন্তব্য নেই