বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

তৃতীয় বারের মতো সুমিত্র সেন বড়ুয়া বাঁশখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া।

জনপদ ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা-২০২২ এর অধীনে বাঁশখালী উপজেলায় তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুমিত্র সেন বড়ুয়া।

বাঁশখালী উপজেলার নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন এর নেতৃত্বে গঠিত উপজেলা কমিটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচনের ১৩টি ক্যাটাগরীতে সর্ব্বোচ্চ নম্বরের ভিত্তিতে এ সম্মাননা ঘোষণা করেন।

তিনি এর পূর্বে ২০১৭খ্রি. ও ২০১৯ খ্রিস্টাব্দেও দুইবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এ কৃতিত্ব তিনি তার পিতা-মাতা ও শিক্ষকদের উৎসর্গ করেন এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী (এম.পি), পরিষদের সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি। 

উল্লেখ্য, ২০১৬খ্রি. ও ২০১৮ খ্রিস্টাব্দে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাধ্যমিক) নির্বাচিত হয়েছিলেন তিনি।



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.