বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

মুমূর্ষুদের পাশে বৈলছড়ি ব্লাড ডোনেশন ক্লাব, প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা -বাঁশখালীজনপদ২৪.কম


জনপদ ডেস্কঃ আর্তমানবতার কল্যাণে 'রক্ত দিন জীবন বাঁচান' প্রতিপাদ্যকে নিয়ে কাজ করে যাওয়া বৈলছড়ী ব্লাড ডোনেশন ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার (৬ মে) বিকালে চেচুরিয়াস্থ এসকেবি কনভেনশন হলে সম্পন্ন হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ইমরান হোসেন শাকিলের সভাপতিত্বে ও জাহেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজের অধ্যাপক সুমন সেন মানু।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসিফুল হক, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুমিনুল হক, বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ও বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, সাংবাদিক শিব্বির আহমদ রানা, সমাজকর্মী রাসিফ ইকবাল রাকিব, বাঁশখালী বিকিরণ সংস্থার প্রতিষ্ঠাতা মালেকুজ্জামান রাজু, ব্যাংকার আলাউদ্দিন, ব্যাংকার নুরুল আবছার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন- ‘মানবসেবার মধ্যে প্রত্যক্ষ সেবা হচ্ছে রক্তদান। মানুষের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যারা কাজ করে তারা সৃষ্টিকর্তার কাছেও সম্মানিত হবে। বৈলছড়ী ব্লাড ডোনেশন ক্লাবের এই মানবিক কাজ আরও প্রসারিত হোক, এই সুন্দর উদ্যোগে তরুণদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবীরাও সম্পৃক্ত হোক। আপনারা যারা এই সংগঠনের সদস্য আপনারাই প্রকৃত হিরো। প্রতিদানের আশা না করে সেবার মানসিকতা নিয়ে এই কাজ চালিয়ে যান, নিঃসন্দেহে সফলকাম হবেন।




বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com 



কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.