সোমবার (৬ জুন) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
এই সময় বিধি বহির্ভূতভাবে নির্দিষ্ট সংখ্যার (চেয়ারম্যান প্রার্থীর ক্ষেত্রে ৩টি সাধারণ সদস্য প্রার্থীর ক্ষেত্রে ১টি) অধিক প্রচারণা ক্যাম্প স্থাপন, প্রচারণা ক্যাম্পে বিধি বহির্ভূত উচ্চ আওয়াজে সঙ্গীত পরিবেশন, মহাসড়ক বন্ধ করে শোডাউন করা, নির্ধারিত সময়ের পর মাইক ব্যবহার করা, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় বৈলছড়ি ইউনিয়নে একজন চেয়ারম্যান প্রার্থী, একজন সাধারণ সদস্য প্রার্থী ও খানখানাবাদ ইউনিয়নের দুইজন চেয়ারম্যান ও দুইজন সাধারন সদস্য প্রার্থীর প্রত্যেক কে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয় ।
এই সময় দেয়ালে লাগানো পোস্টার, ব্যানার,তোরণ অপসারণ করা হয়,প্যান্ডেলে ব্যবহৃত শব্দ যন্ত্র ও মাইক জব্দ করা হয়।
প্রসঙ্গত, অদ্যবধি নির্বাচনীয় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৯ জন চেয়ারম্যান প্রার্থী ও ২৩ জন সাধারণ সদস্য প্রার্থী কে মোট ৩ লক্ষ ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, বাঁশখালীতে ঝুঁকিমুক্ত, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিৎ করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষে এ অভিযান অব্যাহত থাকবে। যে কোন ধরণের অনিয়ম ও বিশৃঙ্খলাকে শক্ত হাতে দমন করা হবে বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন