নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে আবরারুল হক আবিদ (১২) নামের এক মাদরাসার শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত শিশু উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার মৌলভী পাড়ার মাওলানা হানিফের ছেলে।
সোমবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলার পাইরাং হইট্টাল তলা প্রধানসড়ক সংলগ্ন 'জামিয়া হাফসা (রা:) বাঁশখালী' বালক-বালিকা হেফজখানা ও এতিম খানায় শিশুটির লাশ মাদরাসার একটি কক্ষে ফাঁস খেয়ে ঝুলতে দেখে মাদরাসা কতৃপক্ষ।
এ বিষয়ে মাদরাসা পরিচালক হাফেজ মাও আনোয়ারুল ইসলাম জানান, শিশু আবরারুল হক কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। খোদ শিশুটির মা আলেমা হাফসা পারভিন এ মাদরাসার বর্তমান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। সকাল ১১টার সময় মাদরাসার শিক্ষার্থীদের ঘুমের বিরতীতে শিশুটি ফাঁকা একটি কক্ষে ফাঁস খেয়ে ঝুলতে থাকে। এ সময় শিশুটির প্রাণ আছে ভেবে আমরা উদ্ধার করি। পরে বাঁশখালী থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে তারা শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বৈলছড়ি ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মুহাম্মদ খালেদ বলেন, 'শিশু আবরার আমার ভাইয়ের ছেলে। সে নিজেই আত্মহত্যা করছে। আমরা মাদরাসার সিসিটিভি ক্যামরার ফুটেজ দেখেছি। এতে দেখা যায় শিশুটি নিজেই একা মাদরাসার কক্ষে ডুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কেন করেছে তা জানা যায়নি।'
বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, 'খবর পেয়ে শিশুটিকে ঘটনাস্থল থেকে পুলিশ মৃত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মাদরাসার সিসিটিভি ফুটেজ দেখে বুঝা গেল শিশুটি নিজে আত্মহত্যা করছে। কি কারণে আত্মহত্যা করছে তা এখনো জানা যায়নি। তবে, বিষয়টি তদন্তাধিন আছে বলে জানিয়েছেন তিনি।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন