বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালী উপজেলা হাসপাতালে এই প্রথম ডিজিটাল এক্স-রে মেশিন সংযোজন -বাঁশখালীজনপদ২৪.কম


জনপদ সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবায় এই প্রথম যোগ হলো ডিজিটাল এক্সরে সুবিধা। খুব শিগ্রই চালু হবে সিজার অপারেশন সেবা। মঙ্গলবার (২৬ জুলাই) থেকে এ সুবিধা চালু হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার।

তিনি আরও জানান, ডেলিভারী রোগীদের সিজার অপারেশন সেবাও খুব শিগ্রই চালু করা হবে।

জানা যায়, বাঁশখালী হাসপাতালে করোনাকালীন আইসোলেশন সেন্টারসহ নানা চিকিৎসা সুযোগ সুবিধার পাশাপাশি প্রায় ৪০ লক্ষাধিক টাকা ব্যয়ে ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করা হলেও ইলেকট্রিক্যাল কিছু সমস্যার কারণে তা চালু করা সম্ভব হয়নি। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের এক্সরে প্রয়োজন হলে বাইরে বেসরকারিভাবে করতে হত।


ডা. শফিউর রহমান মজুমদার বলেন, ‘বর্তমানে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে মেশিন সর্ম্পূণরূপে প্রস্তুত করা হয়েছে সেবাগ্রহীতাদের জন্য। এখন থেকে সরকারি ফি দিয়ে কম খরচে যক্ষ্মা রোগীসহ বিভিন্ন রোগের চিকিৎসায় প্রয়োাজন মতো এক্সরে সুবিধা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পেতে পারবে বলে তিনি জানান। তাছাড়া দ্রুত অনলাইন রিপোর্টও প্রদান করা হবে। আগামী সপ্তাহের দিকে ডেলিভারী রোগীদের জন্য সিজার অপারেশন সেবাও চালু করা হবে।’



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.