বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে রান্না ঘরে উৎপেঁতে থাকা সাপের কামড়ে শিশুর মৃত্যু!


জনপদপ্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে বিষাক্ত সাপের কামড়ে তানিশা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মারা যাওয়া শিশু উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার সরু বাপের বাড়ির মোজাম্মেল হকের একমাত্র কন্যা।

গত শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির রান্না ঘরে মা-মেয়ে একসাথে খাবার খেতে গেলে মায়ের অগৌচরে এ ঘটনা ঘটে। ওইদিন রাত ১২ টার দিকে শিশুটি মারা যায়।

মারা যাওয়া শিশুর পিতা মোজাম্মেল হক বলেন, 'আমার মেয়ে ও তার মা এশার নামাযের পর রান্না ঘরে ভাত খেতে যায়। মা বাহিরে আসলে মেয়ে চিৎকার চেঁচামিচি করে। পরে মেয়ের মা জানতে পারলো দু'টো ব্যাঙ মেয়ের দিকে দৌড়ে আসে। এতে মেয়ে কান্না করে। মেয়ের পায়ের পাতার উপর কামড় দেখে বুঝতে পারলো বিষাক্ত কোন সাপে কামড় দিয়েছে। তাদের ধারণা সাপ ব্যাঙ দু'টোকেই তাড়া করছে। এ সময় রান্না ঘরে অগৌচরে থাকা বিষাক্ত সাপে কামড় দিয়েছে শিশুটিকে।


মেয়ের অবস্থা খারাপ দেখে তারা প্রথমে জলদী আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে চমেক নিয়ে যেতে বলেন। পরে তারা বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিৎ করেন। পায়ের পাতার উপর কামড় দেখে তারা বলেন, এটি বিষাক্ত কোন সাপের কামড়।

আজ (২৪ জুলাই) সকালে শিশুটি পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। কৃষক বাবার একমাত্র কন্যাশিশুকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তারা।




বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.