advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

বাঁশখালীর চাম্বল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২ দোকান পুড়ে ছাই


জনপদ সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকানের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার সময় বাঁশখালী প্রধানসড়ক সংলগ্ন চাম্বল বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় ছনুয়া-চাম্বল বেডিং হাউজ এর স্বত্বাধিকারী ওয়াহেদুল মোস্তফা, যমুনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সস্বত্বাধিকারী মো. মিজানুর রহমান। এ ঘটনায় ওয়ার্কসপের মেশিনারী যন্ত্রপাতি পুড়ে যায়। অপরদিকে বেডিং হাউজের নগদ টাকাসহ সবকিছু পুড়ে যায়। এতে সর্বমোট ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।

ক্ষতিগ্রস্থ ছনুয়া-চাম্বল বেডিং হাউজ এর স্বত্বাধিকারী ওয়াহেদুল মোস্তফা বলেন, সবেমাত্র সাড়ে তিন লক্ষ টাকার নতুন বেডশীড এনেছি, ২০ হাজার টাকায় চায়নার নতুন একটি সেলাই মেশিন ক্রয় করেছি। নগদ টাকাসহ বেডিং, বেডশীড অন্যান্য কাপড় মিলে আমার ১১ লক্ষ টাকা পরিমাণ ক্ষতি হয়।

দুপুরে খাবার খেতে বের হয় দোকান মালিকরা। অগ্নিকান্ডের সময় কেউ দোকানে ছিলনা। বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে তারা।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, 'অগ্নিকান্ডের খবর পেয়েছি ২ টা ১৫ মিনিটের সময়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছি আমরা। দীর্ঘ ৪০ মিনিট সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আমরা যথাসময়ে খবর পাওয়ায় আশপাশের অন্যান্য দোকানের মালিকরা বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।




বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com   

কোন মন্তব্য নেই