বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে রিকশাচালক নিহত


জনপদ সংবাদদাতাঃ
 চট্টগ্রামের বাঁশখালীতে রিকশাচালকের গাড়িতে উঠা নিয়ে কথা কাটাকাটির জেরে এলোপাতাড়ি দায়ের কোপে রিকশাচালক মো. কোরবান আলী (৩০) নামে একজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় গুরুতর আহত অন্তত দু'জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।

গতকাল শনিবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টার সময় উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ আদর্শগ্রাম ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাঁশখালী ইকোপার্ক সড়ক স্থানীয় আপু মিয়ার চা দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত রিকশা চালক মো. কোরবান আলী পৌরসভার দক্ষিণ জলদী ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত হাকীম আলীর পুত্র। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন শীলকূপ আদর্শ গ্রামের ৯ নম্বর ওয়ার্ড এলাকার মুনশী মিয়ার পুত্র আবু সৈয়্যদ (৫০), আপর জন্য একই এলাকার মীর হোসাইন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবু সৈয়দের সাথে জমিন উদ্দিন প্রকাশ কালু'র মধ্যে গাজা ক্রয়-বিক্রয় নিয়ে কথা হয়। তাদের কথা কাটাকাটির একপর্যায়ে মো. জমিন উদ্দিন প্রকাশ কালু পাশের রিকশা চালককে এই রিকশা চল আমি চলে যাবো এমনটি বলে।

এ সময় রিকশাচালক কোরবান আলী প্রতি উত্তরে বলেন, আমার আরেকজন যাত্রী আছে সে আসলে একসাথে যাবো। এ কথা বলতে না বলতে দা নিয়ে রিকশাচালককে এলোপাতাড়ি কোপ মারে কালু। এতে তার গর্দান, পায়ের উরু ও মাথায় গুরুতর জখম হয়। এ ঘটনায় অপর দু'জনও তার দায়ের কোপে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এরপর আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে চমেক প্রেরণ করেন। এ ঘটনায় গুরুতর আহত কোরবান আলী চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাঁশখালী থানা পুলিশের ওসি তদন্ত সুমন চন্দ্র বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোরবান আলী নামক একজন রিকশাচালক চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার সাথে জড়িতদের বিষয়ে অভিযান চলছে। এখনো (রিপোর্ট লেখার সময় ১১টা ২০ মিনিট) কাওকে গ্রেফতার করা হয়নি।



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.