বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে চাঞ্চল্যকর রিকশাচালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার


জনপদ সংবাদদাতাঃ বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের আদর্শ গ্রামে দায়ের এলোপাথারি কোপে নিহত রিকশাচালক কোরবান আলীর চাঞ্চল্যকর হত্যাকান্ডের প্রধান আসামী মো. জমির উদ্দিন প্রকাশ কালু চোরাকে (৩৮) গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশের আভিযানিক টিম।

শনিবার (১৪ জানুয়ারি) রাত ১২টার সময় অভিযান পরিচালনা করে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি মালেকের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী জমির উদ্দিন প্রকাশ কালু চোরা পৌরসভার দক্ষিণ জলদি ৯ নম্বর ওয়ার্ড এলাকার সাবেক মেম্বার মৃত জাকেরের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রিকশাচালক কোরবান আলী হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামী মো. জমির উদ্দিন প্রকাশ কালু চোরাকে গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করা হয়। এসময় ফৌঃ কাঃ বি আইনের ১৬৪ ধারা মোতাবেক হত্যার ঘটনার দোষ স্বীকার পূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়।

থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'হত্যাকাণ্ডের পরপরই বাঁশখালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে মধ্যরাতে গ্রেপ্তার করেন। আজ রোববার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার জবানবন্দি নিয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।'

উল্লেখ্য, রিকশায় যাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মো. জমিন উদ্দিন প্রকাশ কালুকে আমার আরেকজন যাত্রী আছে সে আসলে একসাথে যাবো এ কথা বলতে না বলতে দা নিয়ে রিকশাচালককে এলোপাথারি কোপ মারে। এতে তার গর্দান, পায়ের উরু ও মাথায় গুরুতর জখম হয়। এ ঘটনায় গুরুতর আহত কোরবান আলী চমেকে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।




বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.