advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

বাঁশখালীর শীলকূপে বর্ণাঢ্য গুণিজন সংবর্ধনা


জনপদ সংবাদঃ
 শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু পরিমল দেব কে বিদায় সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা ও গুণীজন সম্মানা অনুষ্ঠানে মহান মুক্তিযোদ্ধাদের, শিক্ষাসেবা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শীলকূপস্থ একঝাঁক গুণিজ ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবু কুসুম বন্ধু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম'পি। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শীলকূপ ইউপির চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন।

বিদায় সংবর্ধনা ও গুণিজন সম্মাননা উদযাপন পরিষদের সভাপতি বাবু প্রকাশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফু। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মো. জয়নুল আবেদীন রিপন।


এ সময় মহান মুক্তিযোদ্ধে অবদান রাখায় সংবর্ধিত হলেন বীরমুক্তিযোদ্ধা মো. ইদ্রিস সিকদার, শিক্ষক সমীর বড়ুয়া, আহমদ ছফা। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সংবর্ধিত হলেন শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাস্থবির, কর্মবীর দেবমিত্র মহাস্থবির, বাবু বগলা ভূষণ বড়ুয়া, মাওলানা সাইফুল মুলক, ফেরদৌস নূরী, মীর মোহাম্মদ হোসেন খান, বাবু হেমেন্দ্র চন্দ্র আইচ, বাবু পঙ্কজ ভূষণ বড়ুয়া, ছৈয়দ আহমদ, বাবু নীলমনি বড়ুয়া (মরনোত্তর), বাবু অনাদি রঞ্জন বড়ুয়া, বাবু দেশবন্ধু বড়ুয়া (মরনোত্তর), শ্রীমতি ঝুলা রাণী বড়ুয়া (মরনোত্তর), শ্রীমতি অতসী ময়ী বড়ুয়া, শ্রীমতি সীমা বড়ুয়া (মরনোত্তর)। সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সংবর্ধিত হয়েছেন সাবেক চেয়ারম্যান মো. আসহাব মিঞা (মরনোত্তর), বীরমুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান শামসুল আলম (মরনোত্তর), সাবেক চেয়ারম্যান মো. আকতার হোসেন এম.এ, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, সাবেক চেয়ারম্যান মো. মহসিন।

অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাবেক দপ্তর সম্পাদক বাবু শ্যামল কান্তি, বাহারছড়া ইউপির চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউপির চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, শীলকূপ ইউনিয়ন আ'লীগের সভাপতি বাবু ডা. ভূপাল বড়ুয়া প্রমূখ।




বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই