জনপদসংবাদঃ বাঁশখালীতে পুকুরে ডুবে রিফাত হোসাইন জিহান (২) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।
বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের কানু সারেং বাড়ীর ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। গত এক সপ্তাহের ব্যবধানে খোদ শীলকূপ ইউনিয়নে ৪ জন শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।
এ ঘটনায় নিহত শিশু রিফাত হোছাইন জিহান ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আশিক চৌধুরী বলেন, 'শিশু রিফাত খেলাচ্ছলে বাড়ির সদস্যদের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। বাচ্চাকে হঠাৎ দেখতে না পেয়ে তার মা খোঁজাখুজি করলে একপর্যায়ে পুকুরে জিহানকে ভাসতে দেখে। তার চিৎকারে এলাকার লোকজন এসে বাচ্ছাটিকে উদ্ধার করে স্থানীয় বাঁশখালী স্কয়ার ক্লিনিকে নিয়ে আসেন।
বাঁশখালী স্কয়ার ক্লিনিকের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল রাকিব বাচ্চাটিকে দেখে মৃত ঘোষণা করেন। তিনি বলেন গত এক সপ্তাহের ব্যবধানে শুধু এ হাসপাতালে পুকুরে পড়া ৪টা বাচ্চা নিয়ে আসছে। সবকটি বাচ্চাই নিয়ে আসার আগেই ঘটনাস্থলে মারা যায়। কেবল অসচেতনতার কারণেই এমন ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এ বিষয়ে সন্তানের পিতা-মাতার সচেতনতার বিকল্প নাই বলে জানান তিনি।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন