জনপদসংবাদদাতাঃ বাঁশখালীতে জমির পরিমাপ নিয়ে সংঘর্ষের ঘটনায় নাতির ক্রিকেট ব্যাটের আঘাতে কর্ণচরণ শীল (৭১) নামে এক দাদার মৃত্যু হয়েছে। উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামের শীলপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনার পর চিকিৎসাধিন থেকে দীর্ঘ ৩৬দিন পর সোমবার (৬ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। ময়নাতদন্ত শেষে (৭ মার্চ) মঙ্গলবার রাতে পারিবারিক শ্মশানে তাকে দাহ করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারী সকালে স্থানীয় সার্ভেয়ারসহ বিরোধসৃষ্ট জমির পরিমাপে যায় কর্ণচরণ শীল ও ছেলে রাজিব কান্তি সুশীল। এ সময় ভাতিজা শীবু শীলের ছেলে নিউটন শীল সাধ্যের (২৪) সাথে কথা কাটাকাটি হয় দাদা কর্ণচরণ শীলের। ঘটনার এক পর্যায়ে দাদার মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে উপর্যুপরি আঘাত করে নাতি নিউটন শীল। এরপর গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
এ ঘটনার দীর্ঘ ৩৬দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
ঘটনার ১৬দিন পর বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে ৪ জনকে আসামি করে মামলা করে নিহতের ছেলে রাজিব কান্তি সুশীল। ঘটনার পর দুইজন জামিনে থাকলেও প্রধান আসামিসহ দুইজন পলাতক রয়েছেন বলে জানা যায়।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন