জনপদ সংবাদঃ বাঁশখালীতে পুকুরে ডুবে ইফতেখার উদ্দিন হামদান (২) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ৩ টার সময় উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের আলী সিকদার বাড়ীর ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত শিশু ইফতেখার উদ্দিন ওই এলাকার মাও শাহাব উদ্দিনের ছেলে। শাহাব উদ্দিন স্থানীয় আল কোরআন প্রাইভেট মাদরাসার শিক্ষক।
নিহত শিশুর পিতা শাহাব উদ্দিন বলেন, 'শিশু ইফতেখার উদ্দিন দুপুরে বাড়িতে ঘুমিয়েছিল। তার মা বাড়ির বাহিরে গেলে ঘুম থেকে উঠে বাড়ির সদস্যদের অগোচরে পাশের বড় পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন