জনপদ সংবাদদাতাঃ গোপন সংবাদে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশের বিশেষ টিম তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের ডান পাশে চাকার উপরে বডিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক এ সময় দুই মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার সময় বাঁশখালী পৌরসভসস্থ থানার প্রধান ফটকের দক্ষিণ পাশে কালিবাড়ীর রোডের সামনে আঞ্চলিক সড়কের উপর এ তল্লাশি চালানো হয়। এ সময় ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার ও মাদকপাচার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি (চট্ট মেট্টো-গ-১১-২৭৫৭) জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-কক্সবাজার জেলার টেকনাফ থানাধিন আব্দুল মজিদ (২৫), মো. ইউসুফ ড্রাইভার (২৪)।
বাঁশখালী থানা পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদে খবর পেয়ে এসআই রফিকুল ইসলাম সহ তার একটি টিম তল্লাশি চালিয়ে পেকুয়া হতে চট্টগ্রাম শহরে যাওয়ার সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার পূর্বক দুই যুবককে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, 'ইয়াবা উদ্ধার পূর্বক দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। মাদক পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। এ সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন