বাংলাদেশ কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ সভাপতি ও পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোরশেদ উল্লাহ এ সময় শীলকুপ ইউনিয়ন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নব গঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে ভার্চুয়ালি মতবিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সংগঠনের শীলকূপ ইউনিয়ন শাখার প্রধান পৃষ্ঠপোষক মিজান সিকদার।
এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার যুগ্ন-সাধারণ সম্পাদক আজগর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ সম্পাদক ফরিদ আহমদ, বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা রাকিবুল ইসলাম মুবিন, উপজেলা যুবলীগ নেতা বেলাল সহ নবগঠিত কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মিজান সিকদার বলেন, সংগঠন ছাড়া নেতৃত্বের বিকাশ সম্ভব নয়। মানুষ সামাজিক জীব হলেও বর্তমান প্রতিকুল পরিবেশে মানুষ ধীরে ধীরে রাজনৈতিক জীবে পরিণত হচ্ছে। কারণ মানুষ সমাজে বসবাস করতে গিয়ে নানা সমস্যার সম্মূখীন হয়। এ সব সমস্যা সামাধন করতে বর্তমান সমাজ এককভাবে অপারগ বিধায় মানুষ সংগঠন বা রাজনৈতিক সংগঠনের মাধ্যমে সামাজিক, পারিবারিক ইত্যাদি সমস্যা সামাধান করে। যার ফলস্বরুপ সবাইকে সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন বাঁশখালীর অভিবাবক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী পক্ষে আগামী জাতীয় নিবার্চনে এ সংগঠনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে আগামী নির্বাচনে প্রচার প্রচারণা চালাব। আমি কর্মীদের সুখে-দুঃখে আমি অতীতে পাশে ছিলামম, এখনও আছি, আগামীতেও ইনশাহ আল্লাহ পাশে থাকব।
প্রধান বক্তার বক্তব্যে আজগর হোসাইন বলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা একটি আদর্শ সংগঠন। এ সংগঠন একজন আদর্শ নেতা তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতোমধ্যে এ সংগঠন বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অজন করেছে। এ সংগঠের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হল বঙ্গবন্ধু কে জানা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, সমাজ ও রাস্ট্র উন্নয়নে বিভিন্ন সৃজনশীল কর্মকান্ড পরিচালনা ও কোমলমতি শিশুদের মাঝে বঙ্গবন্ধুর জীবনীপাঠ মুক্তিযুদ্ধ সম্পর্কে কর্মশালা, শিশুদের মাঝে চিত্রাংকন, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, রচনা, গান, ইসলামী সংগীত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একজন দক্ষ সংগঠক বা নেতা তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন শিল্পায়নের যুগে প্রকৃতি সংরক্ষণ ও নিরাপদ প্রাকৃতিক পরিবেশের উদ্দশ্যে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। তাই তিনি নবগঠিত কমিটিকে এই মৌসুমে সদস্যদে বসতবাড়ি, আঙ্গিনা, পরিত্যক্ত জমিতে বৃক্ষরোপন করে প্রকৃতি কে সবুজায়ন করার পরামর্শ দেন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন