জনপদ সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার 'গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম'র ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (২০ মে) দুপুরে চট্টগ্রামস্থ কেসিদে ইনইস্টিটিউট, অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৭০ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এনামুল হক সিকদার মানিক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এ.টি.এম রুহুল আমিন চৌধুরী সাইমুন পেয়েছেন ৩৩ ভোট। ৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ফরিদুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল হক সিকদার পেয়েছেন ৪৬ ভোট।
২৫ সদস্য বিশিষ্ঠ কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ আজিজুল হক, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. শফিউল আলম, সহ অর্থ সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রিদ্ওয়ানুল হক, দপ্তর সম্পাদক উৎপল চৌধুরী সঞ্জয়, প্রচার সম্পাদক মো. নাঈম উদ্দিন মাহফুজ, সমাজকল্যাণ সম্পাদক মো. আবু ছালেক, ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মুবিনুল হক রানা, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. আরিফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ মোহাম্মদ খালেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. মঈন উদ্দিন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক এ. কে. এম দিদার, নির্বাহী সদস্য মো. কাজিম রেজা।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হাসান মুরাদ চৌধুরী। সহযোগী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. হোসাইন সিকদার ও মো. জাহাঙ্গীর আলম সাবেক চেয়ারম্যান।
উল্লেখ্য, দুপুর সাড়ে ১২.৩০ টায় ভোটগ্রহণ শুরু হয়ে যথারীতি বেলা সাড়ে ৩ টায় ভোটগ্রহণ শেষ হয়। মোট ১১০জন ভোটারের মধ্যে ১০৩ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার হাসান মুরাদ চৌধুরী অবাধ, নিরেপক্ষ ও সুষ্টুভাবে ভোটগ্রহন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন