জনপদ সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাঁশখালীর অভিজাত হোটেল-রেস্টুরেন্ট খ্যাত ৪ প্রতিষ্ঠানকে খাবারে মরা মাছি থাকা, রান্নাঘর অপরিষ্কার থাকা, ফ্রীজে দীর্ঘদিন ধরে পঁচাবাসী খাবার রাখা ও পরিবেশনের দায়ে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার (২৪ মে) সকালে বাঁশখালী উপজেলার জলদি পৌরসভা এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এ নিউ সাফরান রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, রয়েল হান্ডি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, ভাই-ভাই হোটেলকে ১০ হাজার টাকা ও গ্রীণ চিলি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, 'অভিযান করতে গিয়ে দেখলাম বেশিরভাগ মালিকপক্ষ, কর্মচারীবৃন্দ সকল অনিয়ম কে নিয়ম বানিয়ে ফেলেছে। এক হোটেলের মালিকের যুক্তি হলো জিলাপীর খামিতে ৪-৫ টা মরা মাছি থাকে তা স্বাভাবিক। রান্নাঘর অপরিষ্কার থাকা কিংবা ফ্রীজে দীর্ঘদিনে পঁচাবাসী খাবার রাখা ও পরিবেশন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের। তাছাড়া খাবারে পোড়া তেল ব্যবহার, নর্দমার পাশে রান্নাঘর করা, রান্না করা বাসী খাবার ফ্রিজে রেখে কাস্টমার কে সার্ভ করা স্বাভাবিক বিষয়। এ সব স্বাভাবিক বিষয়ের বিরোদ্ধে জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন