সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের মালতী রাণী বলেন, বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ব্রাক্ষ্মন পাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকায় বিগত ২০০৭ সালে রেজিস্ট্রিকৃত ৪১৭৪ নম্বর কবলামুলে ১৩ গন্ডা ১ কড়া ১ ক্রান্তি জায়গা আমার খরিদা সম্পত্তি হয়। যাহা বিএস খতিয়ান নং-১৭২৫, বিএস দাগ ৮৭১৭, ৮৭১৯ ও ৮৭২৭ নম্বর মুলে নামজারি সৃজিত খতিয়ান নম্বর ৩৯৪৭ হতে ৪০৪৮ নম্বরে নামজারী আমার নামে চূড়ান্ত প্রচার আছে। ২০০৭ সাল থেকে উল্লেখিত জায়গায় আমি শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। সেখানে অধিক টাকা ব্যয়ে বসতঘর নির্মাণ, ভাড়াঘর, পুকুর কর্তন, ফলজ, বনজ সহ বিভিন্ন জাতের গাছপালা লাগিয়ে বসবাস করে আসছি। এরই মধ্যে বিগত ৩ মাস পূর্বে স্থানীয় প্রভাবশালী আব্দুল জলিল, মু. জসিম উদ্দিন, সব্বির আহমদ, মুন্সি অশোক চৌধুরী, টুটুন চক্রবর্তী সহ স্থানীয় সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বসতঘর ভাংচুর, মালামাল লুটপাট করে নিয়ে যায়।
ঘটনার একসপ্তাহ পূর্বে সন্ত্রাসীরা আমি ও আমার স্বামীকে প্রাণনাশের ও বসতঘর জবর দখলের হুমকী দিলে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওসি মহোদয় এক সপ্তাহ পরে অভিযোগ নিতে পারবে বলে জানায়। পরবর্তী সন্ত্রাসীরা ঘটনা সংঘটিত করলে ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ যায়। এর পরেও আমি সঠিক প্রতিকার ও আইনী সহায়তা পাইনি। এ বিষয়ে কাতার প্রবাসে থাকা আমার ছেলে সূখু সুশীল স্বরাস্ট্রমন্ত্রী ও পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করলে সন্ত্রাসীরা আরো ক্ষীপ্ত হয়ে পড়ে। সর্বশেষ গত ৪ জুন গভীর রাতে সন্ত্রাসীরা আমার দখলীয় জায়গাতে ভরাট কার্য চালায়। এ বিষয়ে সংশ্লীষ্ট থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেও কোন প্রতিকার পাইনি।
সর্বশেষ ৫ জুন চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবর একটি অভিযোগ দায়ের করি। এরপর খবর পেয়ে সন্ত্রাসীরা ক্ষীপ্ত হয়ে আমার পরিবারকে প্রাননাশের হুমকী দিয়ে যাচ্ছে। এ মুহূর্তে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছি। সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পেতে এবং আমার বসতভিটা, দখলীয় জমি উদ্ধারের জন্য আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাস্ট্রমন্ত্রী ও ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে এ সময় মালতী রানী সুশীলের স্বামী বাবুল সুশীল ও তাদের এক কন্যা উপস্থিত ছিলেন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন