বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে সিএনজি চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ৭ সিএনজি উদ্ধার


শিব্বির আহমদ রানা, জনপদ সংবাদঃ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সিএনজি চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশের চৌকস একটি আভিযানিক টিম। আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে গ্রেপ্তারকৃত আরো দু'জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া সিএনজি উদ্ধার করেন থানা পুলিশ।

গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম শহরের সাতকানিয়া থানাসহ বিভিন্ন জায়গায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার পূর্বক সাতটি চোরাই সিএনজি উদ্ধার করেন। বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন পিপিএম'র নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার রাজীব চন্দ্র পোদ্দারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফজল কাদের'র পুত্র মো. মহিউদ্দিন (৩০), সাতকানিয়া থানাধিন মধ্যম কাঞ্চনার ছগির আহমদের পুত্র জিয়াউর রহমান (২৭)। বিজ্ঞ আদালতে ওই আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বুধবার (৬ সেপ্টেম্বর) বায়োজিদ থানাধিন পারভেজ মোশারফ (২৪), মিরসরাই থানাধিন মো. আলী আজগর (৪০) কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন- 'গত ১৪ জুন উপজেলার কাথরিয়া ইউনিয়নের আবদুছ ছবুর বাদী হয়ে চোর চক্রের সদস্য মহিউদ্দিনসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে সিএনজি চুরি সংক্রান্তে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামীদ্বয়ের তথ্য মোতাবেক তাদের হেফাজতে থাকা উক্ত মামলার চোরাই সিএনজি সহ ৭টি সিএনজি সীতাকুন্ড থানাধীন বারবকুন্ড ইউপি এলাকা হতে উদ্ধার করা হয়।' তিনি আরো বলেন, সিএনজি চুরির সাথে বিশাল একটা সিন্ডিকেট জড়িত। আমরা এদের বিরোদ্ধে অভিযান অব্যাহত রেখেছি।



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.