তবে, এখানে একজনের কথা না বললেই নয়। যিনি বায়তুল ইরফান আদর্শ মাদরাসার ভূমিদাতা এই এলাকার কৃতিব্যক্তিত্ব আলহাজ্ব মুহাম্মদ মিঞা তালুকদার (রহঃ)। আজকের বায়তুল ইরফান আদর্শ মাদরাসা একটি ব্যতিক্রমধর্মী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। সুন্দর, নীরিবিলি মনোরম পরিবেশে সু-দক্ষ পরিচালক, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা নিয়মিত পাঠদান হচ্ছে এ মাদরাসায়। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসা এখন এ এলাকার বাতিঘর হিসেবে সু-পরিচিত লাভ করেছে। এ মাদরাসার ভূমিদাতা মরহুম মুহাম্মদ মিঞা তালুকদারের ত্যাগ ও ভূমিপ্রদানের মতো মহৎ কাজকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে মাদরাসা কতৃপক্ষ ও সচেতন এলাকাবাসী। বলাই বাহুল্য যে, বর্তমানে এ মাদরাসার শিক্ষার্থী দেশসেরা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে প্রতিনিয়ত শিক্ষাসেবার কাজ করে যাচ্ছে মাদরাসাটি।
উল্লেখ্য, এ মাদরাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল আদব আল্লামা সুলতান যওক নদভী হাফিজাহুল্লাহ্। বায়তুল ইরফান আদর্শ মাদরাসার ভূমিদাতা আলহাজ্ব মুহাম্মদ মিঞা তালুকদার (রহঃ), বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ কাজী মনছুরুল হক হাফিজাহুল্লাহ্। বিশিষ্ট আলেমেদ্বীন মাওঃ নূরুল হক (নাজেম সাহেব) হাফিজাহুল্লাহ্, জামিয়া দারুল মা'আরিফ এর সিনিয়র শিক্ষক মাওঃ মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ্ সহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ।
মাদরাসার ভূমিদাতা মরহুম আলহাজ্ব মুহাম্মদ মিঞা তালুকদার কে মহান আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আসনে সমাসীন করুন। আমিন।।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন