রোববার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের হাবীর বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যাওয়া শিশু মোস্তাকিম ওই এলাকার মোহাম্মদ সেলিম উদ্দিনের পুত্র। সেলিম উদ্দিন চাম্বলস্থ বেসরকারি জেনারেল হাসপাতালের ইলেকট্রিশিয়ান।
নিহতের পিতা সেলিম উদ্দিন মুঠোফোনে বলেন, 'পরিবারের সবার অগোচরে শিশু মোস্তাকিম পাশের পুকুরেই পড়ে যায়। পরে প্রতিবেশী লোকজন শিশুকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন