শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে অগ্নিকাণ্ডে একটি ঘরেরর সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় চার পরিবার। এ ঘটনায় সুকেন্দ কর্মকার (৬০) নামে এক বৃদ্ধ পুড়ে মারা যায় বলে নিশ্চিত করেছেন বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আযাদুল ইসলাম। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে পূর্ব-চাম্বল ৭ নম্বর ওয়ার্ডের কর্মকার পাড়া হরিদাশের বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে। এ ঘটনায় পুড়ে যাওয়া প্রতিবন্ধী সুকেন্দ কর্মকার ওই এলাকার মৃত বিকর্ণ কর্মকারের পুত্র। এতে ক্ষতিগ্রস্থ হয় চার পরিবার। ক্ষতিগ্রস্থরা হলেন- হরিদাশ, জয়ধর কর্মকার, গুরুপদ ও অনিক কর্মকার।
বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আযাদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই। আমরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় একটি ঘর পুড়ে যায়। যার মধ্যে চারটি পরিবার একসাথে বসবাস করেন। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া লাশটি পুলিশের কাছে হস্তান্তর করেছি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমেদ, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য রহমত উল্লাহ।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন