জনপদসংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের 'শেখেরখীল দারুল উলুম আদর্শ মাদরাসার বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ,অভিভাবক ও শিক্ষানুরাগী সমাবেশ মাদরাসা মাঠে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পীরে কামেল আল্লামা শাহ্ ইসহাক হুজুর সাহেব। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম চৌধুরী।
মাদরাসার শিক্ষক মাস্টার জয়নাল আবেদীনের সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা আমির আহমদ, ওমর গণি এম এইচ কলেজের সাবেক অধ্যাপক মফজলুর রহমান, ডলমপীর সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জাকের আহমদ, রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলান ইমরান বাচ্ছু, শেখেরখীল ইসলামিয়া দাখিল মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা ছৈয়দ আহমদ, বড়ঘোনা দারুল হিকমা ইসলামিয়া মাদরাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন, মৌলভী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল্লাহ সহ আরো বহু ওলামা মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন