বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে ফেরারর পথে কক্সবাজারের ঈদগাহে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫!


জনপদসংবাদদাতাঃ চট্টগ্রা‌মের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকা থে‌কে‌ কক্সবাজা‌রের বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে চি‌কিৎসা নি‌য়ে ফি‌রে আসার প‌থে বাস-মাই‌ক্রো দুঘর্টনায় ৫ জন নিহত ও প্রায় ১২/১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গে‌ছে।

সোমবার (২৯ এপ্রিল) ১২ টার দিকে কক্সবাজারে ঈদগাহ এলাকায় রোগীবাহী মাই‌ক্রো ও বা‌সের সংঘ‌র্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘ‌টে ব‌লে জানা যায়।

সোমবার‌ সন্ধ্যা সাড়ে ৭টায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মারা যান- বাহারছড়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইলশা পুরাতন বাড়ির মৃত মফিজুর রহমানের পুত্র আবু আহমেদ, পশ্চিম ইলশার ৮ নম্বর ওয়ার্ডের মৃত মাহবুবুল আলমের স্ত্রী মাহমুদা বেগম, খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের চৌকিদার বাড়ির আব্দুল কুদ্দুসের স্ত্রী সায়রা খাতুন, ডোংরা কুফিয়া গ্রামের গোলাম সোবহানের পুত্র দুলা মিয়া, খদিজা বেগম নামে একজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি (মালুমঘাট হাইওয়ে থানাতে আছে)।

এ ঘটনায় আহতরা হলেন- বাহারছড়া ৮ নম্বর ওয়ার্ডের মৃত আকমল মিয়ার পুত্র আব্দুল মান্নান, খানখানাবাদ ৪ নম্বর ওয়ার্ডের মৃত দুদু মিয়ার পুত্র আব্দুর রশিদ, কাথরিয়া ২ নম্বর ওয়ার্ডের মাদবরবাড়ির তৈয়্যব আলীর স্ত্রী জাহানারা বেগম, বাগমারা ৩ নম্বর ওয়ার্ডের আবুল খায়ের এর পুত্র রফিক আহমেদ, কায়ুম মিয়ার পুত্র নুরুল হোসেন, বাহারছড়ার দক্ষিণ ইলশার ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবু সালেকের স্ত্রীফাতেমা বেগমসসহ অন্তত ৪/৫ জন।





বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.