জনপদসংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকা থেকে কক্সবাজারের বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে আসার পথে বাস-মাইক্রো দুঘর্টনায় ৪ জন নিহত ও প্রায় ১২/১৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২৯ এপ্রিল) ১২ টার দিকে কক্সবাজারে ঈদগাহ এলাকায় রোগীবাহী মাইক্রো ও বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মারা যান বাঁশখালীর ইলশা এলাকার মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম, রায়ছটা এলাকার গোলাম সোবহানের ছেলে দুলা মিয়া ও বাহারছড়ার ইলশা গ্রামের আবু আহমদ (প্রকাশ মাইমুনের আব্বা) সহ আরেকজনের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি। মৃত্যুর বিষয়টি পারিবারিক ভাবে নিশ্চিত করলে ও অন্যদের ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় ১২/১৪ জন আহত হওয়ার খবর জানা যায়।
আহতদের যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে অবস্থানকারি বাঁশখালীর পুইছড়ি এলাকার সন্তান কক্সবাজারে কর্মরত সাংবাদিক তাজুল ইসলাম চৌধুরী পলাশ জানান, এ ঘটনায় ৪ জন মারা যান, ৬ জন গুরুতর আহত এবং আরো বেশ কয়জনের অবস্থা আশংকাজনক।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন