জনপদসংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে নতুন ভিটার সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তার আহমদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের অন্তর্গত মনকিচর গ্রামের সেইন্যা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিৎ করেন ওই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আ.ক.ম আশিক হোছাইন চৌধুরী।
বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া মোক্তার আহমদ ওই এলাকার সেইন্যা পাড়া লতিয়া বাপের বাড়ীর মৃত গুরা মিয়ার পুত্র।
মৃতের এক নাতি মো. ফাহিম জানান, 'আমার দাদা প্রতিদিনের মতো আমাদের পুরানো বাড়ির অদূরে নতুন ভিটায় সবজি ক্ষেতে মোটর চালিত যন্ত্রের মাধ্যমে পানি দিতে যায় সকালে। আমার চাচাতো ভাই সাইদ দাদাকে ক্ষেতে পড়ে থাকতে দেখে। তাকে স্পর্শ করতে গিয়ে সে ছিঁটকে পড়ে যায়। পরে সে আমার আরেক চাচাকে ডেকে নিয়ে আসেন। তারা দাদাকে স্পর্শ করতে গেলেই দেখে পুরো শরীর বিদ্যুতায়িত। পরে বিদ্যুৎ লাইন বন্ধ করে দাদাকে মৃত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, 'নতুন ভিটার সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তার আহমদ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এমন খবর পেয়েছি।'
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন