জনপদ সংবাদদাতাঃ সকাল আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সময়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন ও জল ভোট দেওয়ার দায়ে ৪ জন কে এক লক্ষ টাকা জরিমানা করেছে।
বাঁশখালী উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী (সহকারী কমিশনার ভুমি) মিরশরাই এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় বাহারছড়া ইউনিয়নে আচরণ বিধি লঙ্ঘন ও জল ভোট দেওয়ার দায়ে মো. বুলবুল (৪১) কে ৫০ হাজার টাকা, মো. রিফাত (৩০) কে ২০ হাজার টাকা, মো. আক্কাস উদ্দিন (২৮) কে ১০ হাজার টাকা, মো. মেজবাহ উদ্দিন কে ২০ হাজার টাকাসহ সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, দুই জন কে জন জাল ভোট দেওয়ার দায়ে অপর দুই জন কে ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রে অবস্থান করায় এ জরিমানা করা হয়।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন