জনপদসংবাদদাতাঃ 'পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটি' এর উদ্যোগে বৃক্ষ রোপণ, বিতরণ কর্মসূচি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পুইছড়ি ইউনিয়নে মকছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার বিকেলে এ বিতরণ কর্মসূচি ও সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামিমুল হক ফাহিম।
সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বাঁশখালী ছাত্র সংস্থার সভাপতি মোঃ তাওহিদুল ইসলাম। প্রধান মেহমান ছিলেন, ডা. আরিফুল কবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ সময় বিশেষ অতিথি ছিলেন অত্র সংগঠনের সাবেক সভাপতি আবু রাইয়ান মোহাম্মদ হিজবুল্লাহ, মোঃ আরিফুল ইসলাম, আফরুজুর রহমান আদনান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি আব্দুল্লাহ হাসান রানা, সহ-সভাপতি ফজলুল কাদের সিরাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ আল ইসলাম রাসিফ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ বিন মোস্তাক, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম, মোহাম্মদ ইমরান হোসাইন, তানভীর আলম তোহা, সাখাওয়াত হোসাইন, আহসান হাবীব চৌধুরী, আদনান বিন মঞ্জুর রাদবি, ওয়াহিম হোছাইন, আশরাফুল ইসলাম, তাসরিফ আহমেদ, মুজাহিদ(১), মুজাহিদ(২), মোঃ ফাহিম, রাবিবুর রহমান আয়াত, মোঃ আরমানুল ইসলাম, বোরহান উদ্দিন, ফজলে রাব্বি, সাজ্জাদ হোছাইন, দিদারুল ইসলাম, মোঃ মিনারুল ইসলাম, মোঃ আরমান, মোঃ মামুন, ইরফান মাহমুদ, আবুছিদ্দিক আজাদ, সানজিদুল আরমান সাইমন, ইমাম হোছাইন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি সামাজিক সংগঠন আলোকিত সমাজ বিনির্মানে অধিক ভুমিকা রাখে! দেশ ও মানবতার কল্যাণে আমাদের কাজ চলমান থাকবে, নিজের ক্যারিয়ারের পাশাপাশি নিজেকে নেতৃত্বশীল হিসেবে গড়ে তুলার জন্য সামাজিক সংগঠনের বিকল্প নেই, মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠন, অন্যায়ের বিরুদ্ধে সামাজিক সংগঠন গুলোকে রুখে দাঁড়াতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন