বাঁশখালীজনপদঃ চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মো. নুরুচ্ছফা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মরে যাওয়া ওই বৃদ্ধাকে পুকুর থেকে উদ্ধার করেছে বাঁশখালী ফায়ার সার্ভিস টিম।
শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় মরা যাওয়া মো. নুরুচ্ছফা উপজেলার বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৫ নম্বর ওয়ার্ডের চ্যাপটা মুড়া এলাকার মৃত ইউসুফ আলীর পুত্র।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, 'পাশের পুকুরে বদনা নিয়ে পানি তুলতে যায় বৃদ্ধা নুরুচ্ছফা। এ সময় তার পায়ের জুতা পুকুরে পড়ে যায়। পুকুরে ভেসে যাওয়া জুতা তুলতে গিয়ে পিচলে পড়ে ওই বৃদ্ধা। কিছুক্ষনের মধ্যে অদৃশ্য হয়ে যায় ওই বৃদ্ধা। পরে লোকজন বাঁশখালী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেন।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার জানান, 'পুকুরে ডুবে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনার খবর পেয়ে আমরা বিকেল সাড়ে তিনটায় ঘটনাস্থলে পৌঁছি। আমাদের ফায়ার সার্ভিসের সদস্যারা উদ্ধার কার্যক্রম চালিয়ে বিকেল সাড়ে ৪টায় বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন