বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

শ্রীমৎ স্বামী সুদর্শানন্দ পুরী মহারাজের দিবসী অনুষ্ঠানে লাখো মানুষের ঢল


জনপদসংবাদদাতাঃ উপ মহাদেশের প্রখ্যাত সাধক বাঁশখালী ঋষিধাম ও তুলসীধামের সদ্য প্রয়াত মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের দিবসী অনুষ্ঠান দেশ বিদেশ থেকে আগত লক্ষ লক্ষ ভক্তপ্রাণ নরনারী ও সাধু সন্ন্যাসীদের অংশগ্রহণে এক মহা মিলন মেলায় পরিনত হয়।

রবিবার সকাল থেকে ঋষিধাম প্রাঙ্গণে মহানাম সংকীর্তন, গুরু পুজা, সমবেত প্রার্থনা, পঞ্চাঙ্গ স্বস্তায়ন, শান্তি হোম, সাতশত তুলসীধান, ষোড়শী সাধু ভান্ডারা, ভোগরাগ ও শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয়।

শ্রীগুরু সংঘের সভাপতি চন্দন সিনহার সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রদ্ধাঞ্জলি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালীর সাংসদ মুজিবুর রহমান সিআইপি। উদ্বোধনী বক্তব্য রাখেন ঋষিধামের সন্ন্যাসী শ্রীমৎ সৎচিদানন্দ পুরী, স্বাগত বক্তব্য রাখেন রাউজান পৌরসভার সাবেক মেয়র ও ঋষি অদ্বৈতানন্দ পরিষদের সভাপতি দেবাশীষ পালিত।

বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, নিরঞ্জনানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ কৃপানন্দ পুরী, শ্রীমৎ কৃষ্ণ ব্রহ্মচারী, শ্রীমৎ স্বামী প্রদীপানন্দ পুরী। শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহরাজ, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহরাজ, শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পুরী মহরাজ, শ্রীমৎ স্বামী স্বরুপানন্দ পুরী মহরাজ, শ্রীমৎ স্বামী তাপসানন্দ পুরী মহরাজ, শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ পুরী মহরাজ, শ্রীমৎ স্বামী পরিতোষ গিরি মহরাজ, শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ পুরী মহরাজ, শ্রী শ্রী জন্মষ্টামী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তপন কান্তি দাশ, চন্দন তালুকদার, এডভোকেট বিমল কান্তি দে, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার প্রবীর সেন, হিন্দু ধর্ম কল্যান ট্রাষ্টের ট্রাষ্ট অমল দাশ, ধর্মত্বত্তবিদ স্বদেশ চক্রবর্তী আধ্যাত্মিক ধর্মত্বত্তবিদ রুপন ধর, শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বাবুল চন্দ্র বণিক, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, স্থানীয় চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম, শ্যামল দাশ, শাহাদাৎ ফারুক, ঋষিধাম পরিচালনা উপ কমিটির আহবায়ক রাজীব সিংহ, সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক, অধ্যাপক দেবব্রত দেওয়ানজী, অধ্যাপক বিপ্লব পাল, এড.ভূপাল গুহ প্রমূখ।

এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি'র পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।







বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.