বাঁশখালীজনপদ ডেস্কঃ জায়গা জমির সীমানা বিরোধের জের ধরে জামায়াত সমর্থিত আবদুচ ছবুর নামে বাঁশখালীর এক ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তার বড় ভাই আজিজুল হক।
শনিবার (১০ আগষ্ট) সন্ধ্যায় বাঁশখালী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিতে বক্তব্যে তিনি জানান, 'চাম্বল ইউপির পশ্চিম চাম্বল বাংলাবাজার এলাকার আ'লীগ সমর্থিত আবু বক্করের সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার বাংলাবাজার বোট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, যুব উন্নয়ন সমবায় সমিতির অর্থ সম্পাদক আবদুচ ছবুর ও তার বড় ভাই আজিজুল হকের সাথে জায়গা জমির বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১জুন রাতে আবু বক্কর রাজনৈতিক প্রভাব বিস্তারিত করে প্রশাসন কে ম্যানেজ করে আবদুচ ছবুরের সাগরে মাছ ধরার কাজে ব্যবহৃত জালের গোডাউনে অস্ত্র ডুকিয়ে দিয়ে ষড়যন্ত্র মূলকভাবে তাকে গ্রেফতার করে র্যাব। সেই মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে আছেন আবদুচ ছবুর।'
তিনি আরো বলেন, 'আমার ভাই একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। আমাদের বাড়ির সীমানা নিয়ে পাশ্ববর্তী আবু বক্করের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আমি ও আমাদের পরিবার রাজনৈতিকভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর সমর্থক হওয়ায় বিগত ১০/১২ বাছর ধরে আবু বক্কর নিজেকে আ'লীগের নেতা দাবী করে এলাকায় প্রভাব বিস্তার করে। তার লালিত কিশোর গ্যাং এলাকায় ক্ষমতার অপব্যবহার করে একের পর এক আমি ও আমার ভাইকে বিভিন্ন মামলা হামলা দিয়ে হয়রানি করে আসছেন।'
তিনি অভিযোগ করে বলেন, 'আবু বক্কর ও তার আওয়ামী বাহিনীর ইশারায় আমার ছোট ভাই আবদুচ ছবুর'কে বাংলাবাজার ব্রিজের পশ্চিম পাশ হতে পরিকল্পিতভাবে আইনশৃংখলা বাহিনী কে ভুল তথ্য দিয়ে গত ৩১ মে রাত ১১ টার সময় ধরে নিয়ে কক্সবাজার জেলার পেকুয়া থানায় এলাকায় নিয়ে যায়। দু'দিন পরে পেকুয়া থানায় এলাকা হতে আটক দেখিয়ে সাজানো মিথ্যা অস্ত্র মামলায় আটক করে। আমরা এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।'
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন