"ছাত্রশিবির প্রতিশোধের রাজনীতি করেনা"
বাঁশখালীজনপদঃ দীর্ঘ একযুগেরও বেশী সময় পর চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশাল কর্মী সম্মেলন প্রেম বাজারের উত্তর পাশে মাছরাঙ্গা কনভেনশন হলরুমে সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সকালে বাঁশখালী দক্ষিণ শাখা থানা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের বাঁশখালী দক্ষিণের সভাপতি আমিনুল ইসলাম মুকুল। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারী তানজির হোসেন জুয়েল। প্রধানবক্তার বক্তব্য রাখেন ছাত্রশিবিরের চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আইয়ুবুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাও জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের, কেন্দ্রিয় মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক মাও তৈয়ব হোসাইন, ডিবেট বাংলাদেশ এর সাবেক কেন্দ্রিয় সভাপতি অ্যাডভোকেট ইমরানুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাও আহসান উল্লাহ, ছাত্রশিবিরের চট্টগ্রাম পশ্চিমের সেক্রেটারী আব্দুর রহীম, অফিস সম্পাদক আব্দুল হামিদ, ছাত্র আন্দোলন সম্পাদক রিয়াজুল হক, উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, সেক্রেটারী অধ্যক্ষ মাও আরিফ উল্লাহ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাও মোশাররফ, প্রশিক্ষণ সম্পাদক মাও মো. সোলাইমান, পুঁইছড়ি ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুর রহমান, ছনুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আব্দুর রশিদ ছানবী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের বাঁশখালী দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন। এ সময় বাঁশখালী দক্ষিণ ছাত্রশিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন