জনপদসংবাদঃ চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশের একাধিক দল বিভিন্ন মামলার ছয়জন আসামীদের গ্রেপ্তার করেছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ।
অভিযানে গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- উপজেলার শেখেরখীলের আবদুল আলিমের ছেলে মামুনুর রশীদ, পৌরসভার মৃত কালা মিয়ার ছেলে আমির হোসেন, সরল ইউনিয়নের আজগর হোসেনের ছেলে আসহাব উদ্দীন, মো. লোকমানের ছেলে মোস্তাক, বৈলছড়ি ইউনিয়নের শামসুল ইসলামের ছেলে তানভীরুল ইসলাম ছোটন, কালীপুর ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রাশেদ।
তথ্যটি নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, 'আসামীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তিনি আরো বলেন, ‘গ্রেপ্তারদের মধ্যে তানভীরুল ইসলাম ছোটনকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ইভটিজিংয়ের অভিযোগে মামলা রয়েছে।'
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন