বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

সিন্ডিকেট ভাঙতে বাঁশখালীতে ছাত্রসমাজের ন্যায্যমূল্যে সবজি বিক্রি, টনক নড়ছে ব্যবসায়ীদের

শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালীতে চাম্বল বাজারে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চাম্বল ইউনিয়ন ব্লাড ফোরাম এবং বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী চাম্বল ইউনিয়ন ছাত্রসমাজ। গত শনিবার থেকে চাম্বল বাজার মসজিদ গেইটে ন্যায্যমূল্যে সবজি বিক্রি শুরু হয়। বাজার থেকে কম দামে পণ্য কিনতে পারায় অনেককেই অস্থায়ী বাজারে ভিড় করতে দেখা গেছে। ছাত্রসমাজের এ কার্যক্রমকে অনেকে সাধুবাদ জানিয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বাজারে শাকসবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে পাইকারি ব্যবসায়ী (চাষী) থেকে কেনা দামে সাধারণ মানুষের কাছে সবজি বিক্রি শুরু হয়েছে। বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে, তা ভাঙতে এই কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রম তাদের সেবামূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে সিন্ডিকেট না ভাঙ্গা পর্যন্ত চলমান থাকবে বলে জানান তারা।

সোমবার বিকেলে অস্থায়ী বাজারে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় সবজির ন্যায্যমূল্যের তালিকা টানানো হয়েছে। সেখানে প্রতি কেজি চিচিঙ্গা (কৈয়ড়া) ৪০ টাকা, বেগুন ৭০ টাকা, কাচা মরিচ (ছোট) ১৯০ টাকা, কাঁচা মরিচ (বড়) ১৪০ টাকা, শশা ৩৫ টাকা, বরবটি ৬০ টাকা,  কচুর চরা ৫০ টাকা, লাউ প্রতি পিচ সাইজ অনুসারে ৪০,৩০,২০ টাকা, আলু ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

তবে এ ক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাজার মনিটরিং টিমের সহায়তা চেয়েছেন তারা। কয়েকজন সাধারণ ক্রেতাদের সাথে কথা বললে তারা জানান, ছাত্ররা কম দামে সবজি বিক্রি করতে পারলে ব্যবসায়ীরা পারবে না কেন। আমরা সাধারণ ক্রেতারা বারবার সিন্ডিকেটের কবলে পড়ি। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখে দিতে ছাত্রসমাজের স্বেচ্ছায় ন্যায্যমূল্যে সবজি বিক্রিকে সাধুবাদ জানান তারা।

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের চাম্বল ইউনিয়নের কর্মী  জিসান বলেন, 'সাধারণ মানুষকে কম দামে নিত্যপণ্য সরবরাহ করতে চেষ্টা করছেন তারা। সিন্ডিকেট ভাঙতে আমাদের এ কার্যক্রমের তিনদিন অতিবাহিত হলে চাম্বলের ব্যবসায়ীরা ন্যায্যমূলে সবজি বিক্রির প্রতিশ্রতি দেওয়ায় আমাদের কার্যক্রম স্থগিত রাখছি। আমরা বাজার মনিটরিং করবো। ব্যতিক্রম দেখলে আবারও এ কার্যক্রম চালু করবো। আমরা চাই সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় সবজি ক্রয় করতে পারেন।





বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.