জনপদসংবাদঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল মৌলভী বাজার অটোরিকশা (সি.এন.জি) শ্রমিক ইউনিয়ন (রেজি:২৩৭৩) এর ২০২৫-২০২৭ সালের ত্রি-বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বাহমনিখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে পরিষদের সদস্য শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে ৭টি পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনারস প্রতিকে সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল মেম্বার।
নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষভোটে সহ-সভাপতি পদে আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জামাল ছত্তার, অর্থ সম্পাদক (কেশিয়ার) হেলাল উদ্দিন, সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম ও আব্দুল হাকিম।
চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলা শেখেরখীল মৌলভী বাজার অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এর দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনার মৌলানা নজির আহমদ ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শেখেরখীল মৌলভীবাজার পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান, আক্তার উজ-জামান, মো. সরওয়ার উদ্দিন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন