বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

চট্টগ্রামে যৌথবাহিনীর উপর জঙ্গি সংগঠন ইসকনের হামলার প্রতিবাদে বাঁশখালীতে ছাত্র-জনতার মানববন্ধন

জনপদসংবাদদাতাঃ চট্টগ্রাম নগরীর হাজারি গলিতে যৌথ বাহিনীর অভিযানে উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন সদস্যদের হামলা ও এসিড নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বাঁশখালীতে সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বাঁশখালী প্রধানসড়ক সংলগ্ন উপজেলা পরিষদের সামনে চট্টগ্রামে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের উপর এসিড নিক্ষেপ করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মানববন্ধন করেন ছাত্রজনতা। এ সময় সাধারণ ছাত্র-জনতা তিন দফা দাবিও উত্থাপন করেন।

সাধারণ ছাত্র-জনতা বাঁশখালী শাখার আহবায়ক মোহাম্মদ তাওহীদুল ইসলামের সভাপতিত্বে মাওলানা এমদাদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- ছাত্রনেতা এইচ এম আব্বাস খান, মাওলানা ওয়াহিদুল্লাহ, এইচ এম মিজানুর রহমান, বাঁশখালী ছাত্র সংস্থার সহ সভাপতি এ.কে.আর তালেব, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা ইব্রাহীম, মোঃ রহিম উল্লাহ, এমদাদ উল্লাহ প্রমুখ।

এ সময় মানববন্ধন থেকে অবিলম্বে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়। তার এ সময় তারা তিনটি দাবি উত্থাপন করে বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সকল অপশক্তি কে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ ও আহত যৌথবাহিনীর সদস্যদের উন্নত চিকিৎসার সুব্যবস্থা সহ মুসলমানদের নিরাপত্তা জোরদার করে তাদের অপকৌশল রুখে দিতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গা রুখতে প্রশাসনিক ব্যবস্থা জোরদার এবং বাঁশখালীর সকল সরকারী অফিস আদালত দুর্নীতিমুক্ত করতে হবে।





বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.