বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

বাঁশখালীজনপদসংবাদদাতা::

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলার ১ নম্বর পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চাঁদপুর আমতল সিএনজি স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের (ভারপ্রাপ্ত) সভাপতি দেলোয়ার হোসেন। 

এ সময় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহেদুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি রাহবারে আলম চৌধুরী।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটার মাওলানা এনামুল হক জিহাদি, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য-পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজলুম জননেতা নুরুল আমিন সিকদার, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুজিবুল হক সিকদার, ডা. আবুল কালাম আজাদ, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা সোলতান মাহমুদ, ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলী আহমেদ, ইউনিয়ন জামায়াতের অফিস ও প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি ডা. মুহাম্মদ আফনান চৌধুরী, ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিনহাজুল ইসলাম, বিশিষ্ট ব্যাংকার কাজী আব্দুল মান্নান, কাজী মহসিন, রাশেদুল ইসলাম চৌধুরী ও ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে যাদের শহীদের রক্তের মধ্যে দিয়ে আমরা যে দেশ পেলাম এটার প্রতিইঞ্চি সম্পদ ও সার্বভৌম রক্ষায় এই পর্যন্ত যারা শহীদ হয়েছেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্র-জনতা মৃত্যু বরণ করেছে তারা আমাদের বীর! তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হলো। দেশের মানুষের বাক্ স্বাধীনতা ফিরে এসেছে। নিহতদের জন্য আমাদের দোয়া। মহান আল্লাহ যেন সকলকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করেন।




বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.