শিব্বির আহমদ রানা:::
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা ফরিদ আহমদ (৮৫) উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল হাইদরী পাড়ার নিজ বাড়িতে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহীর রাজেউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেছেন তাঁর ভাগিনা হাফেজ মো. নুরউদ্দীন বাহার।
মরহুম মাওলানা ফরিদ আহমদ ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ বাপের বাড়ীর মরহুম সুফি সিদ্দিক আহমদের তৃতীয় সন্তান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগ, ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। সর্বশেষ কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ৫ ছেলে, ৫ কন্যাসন্তান, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি কর্মস্থল হিসেবে সর্বপ্রথম বাঁশখালী পালেগ্রাম হাকিম মিয়া শাহ আলিম মাদরাসার সহ-সুপারের দায়িত্ব পালন করেন। পরবর্তী মাদরাসা-ই আবু হুরাইরা (রাঃ) চট্টগ্রাম নাসিরাবাদের সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলার সাবেক সেক্রেটারী এবং নিজ এলাকা হায়দারী পাড়া হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) জামে মসজিদ এর সাবেক খতিব ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় পূর্ব চাম্বল হায়দারী পাড়া সীরাত ময়দানে তাঁহার নামাযে জানাযা সম্পন্ন হবে।
এদিকে তাঁর মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত, বাঁশখালী উপজেলা জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন