বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

টঙ্গী ময়দানে হামলাকারী সা'দ পন্থীদের নিষিদ্ধের দাবিতে বাঁশখালীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

শিব্বির আহমদ রানা:::

টঙ্গী ময়দানে হামলার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জলদী বাইঙ্গাপাড়া বড় মাদরাসার প্রধান গেইট থেকে শুরু করে একটি র্যালী উপজেলা সদরের থানা পর্যন্ত পোঁছায়। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন বাঁশখালী উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও দাওয়াতে তাবলীগের সাথীগণ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারক লিপি প্রদান করেন তারা।

প্রতিবাদ সভায় বক্তারা সাদপন্থী কর্তৃক অতর্কিতে টঙ্গি ময়দানে হামলা চালিয়ে মুসল্লিদের হত্যা ও রক্তাক্ত আহত করার প্রতিবাদ জানিয়ে বলেন, 'ভারতের মাওলানা সাদ বিভিন্ন সময় ভুল বয়ানের মাধ্যমে মুসল্লিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছেন। তিনি মসজিদ দখল করাসহ একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা পরিকল্পিতভাবে টঙ্গী ময়দানে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা করে ঘুমন্ত সাথীদের ওপর হামলা চালিয়েছেন। এতে চারজন শহিদ সহ অসংখ্য সাথী আহত, নিখোঁজ হয়েছে। অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। যারা হামলা চালায় তারা কোনো ধরনের তাবলীগ?

বাংলাদেশের মাটিতে সাদপন্থীদের নিষিদ্ধ করাসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বক্তারা বলেন, তাবলিগের সাথীরা সন্ত্রাসী নয়, সন্ত্রাসী হলে সাদপন্থীদের ওপর হামলা করে বাড়িঘর ধ্বংস করা দিতে পারতো, কিন্তু আমরা এসবে বিশ্বাসী নই। অবিলম্বে জঙ্গি গোষ্ঠীর এজেন্ট ভারতের দালাল সা'দ পন্থীদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবিও জানান তারা। 

চাম্বল বড় মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফোজাইল বিন আব্দুল জলিলের সঞ্চালনায় মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুফতি রাকিব, মাওলানা ইয়াসিন আমিনী, নুরুল আমিন, ইব্রাহিম, দিদারুল ইসলাম, ইসমাইল জবীহ, মাওলানা নুরুল কাদের, মাওলানা বেলাল, মাওলানা আবুল বশর, মাওলানা ইউনুস,  মাওলানা মাহমুদুল হক, মাওলানা দেলোয়ার, মাওলানা ওসমান, তাবলীগ সাথী আমির হোসেন, মাওলানা মোঃ ইসমাইল।



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.