জনপদসংবাদদাতা:::
চট্টগ্রামের বাঁশখালীতে বেসরকারি বৃত্তি প্রকল্প 'বাঁশখালী ছাত্র সংস্থা'র বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার সরকারি আলাওল কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই বৃত্তি পরীক্ষা। এতে অংশগ্রহণ করে স্কুল-মাদরাসার (৩য়-৯ম) শ্রেণির প্রায় ৬০০ শত ছাত্র-ছাত্রী। ৩০ জনের অধিক হল পরিদর্শক ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
আমন্ত্রিত মেহমান হিসেবে কেন্দ্র পরিদর্শন করেন সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহাম্মদ সোলেমান, বাঁশখালী ছাত্র সংস্থার বৃত্তি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সোলতানুল আনিস চৌধুরী, কেন্দ্র প্রধান ও সভাপতি মো. তাওহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান উপদেষ্টা কমিটি আবদুর রহিম ছানুবী, উপদেষ্টা সদস্য সচিব খুররম রেজা, স্থায়ী পরিষদের প্রধান জিয়াউল হক, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সহকারী কেন্দ্র প্রধান সাধারণ সম্পাদক ইমাম হোসেন, প্রাক্তন স্থায়ী পরিষদ সদস্য সাইফুল আযম কায়েস, জাহাঙ্গীর আলম মানিক, নজরুল ইসলাম বাবুল।
কেন্দ্র পরিদর্শন শেষে অ্যাডভোকেট সুলতানুল আনিস চৌধুরী বলেন, 'সকাল থেকে শুরু হওয়া পরিক্ষা উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সচেতন অভিভাবকগণ তাদের সন্তানদের মেধাবিকাশে বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।'
কেন্দ্র প্রধান মো. তাওহিদুল ইসলাম বলেন, 'বাঁশখালীর প্রায় প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করবো। পরীক্ষায় অংশগ্রহণকারীদের খাতা মূল্যায়ন করে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।উক্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে মানসম্মত পুরস্কার দেয়ার চেষ্টা থাকবে এবং ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ আরও বড় পরিসরে নেয়া হবে।'
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহাম্মদ সোলেমান বলেন, 'শিশুদের সুপ্ত মেধা বিকাশে বৃত্তি প্রতিযোগিতা আয়োজনের বিকল্প নেই। এ ধরণের বৃত্তি পরীক্ষা মেধাবিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। এ ধরনের আয়োজনের প্রশংসা করে বৃত্তি পরীক্ষা কমিটিকে ধন্যবাদ জানান তিনি।'
উল্লেখ্য, ‘১৯৯৫ সালে ‘বাঁশখালী ছাত্র সংস্থা’র বৃত্তি পরিক্ষার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। সর্বশেষ আজকে ১২ তম বৃত্তি পরিক্ষা সম্পন্ন হয়। সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর বৃত্তি পরীক্ষাসহ নানা শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করে আসছে।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন