শিব্বির আহমদ রানা:::
চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সাংসদ ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী প্রয়াত আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য কনিষ্ঠ সন্তান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা'র মালয়েশিয়ায় আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে মালয়েশিয়া প্রবাসী বাঁশখালী।
গত শুক্রবার (২৪ জানুয়ারী) দেশটির স্থানীয় সময় রাত নয় টায় রাজধানী কুয়ালালামপুরের চৌকিট পাকিজা রেস্টুরেন্ট'র হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাশঁখালী কল্যাণ ট্রাষ্ট কুয়ালালামপুর এর সেক্রেটারী মুহাম্মদ আবু ছিদ্দিক।
এ সময় সংবর্ধিত অতিথি মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, 'মালয়েশিয়ায় এসে এখানে সবাইকে একসাথে পাবো তা আমি চিন্তাই করিনি। আপনাদের সবার সাথে বসে, একসাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনারা আমাকে ও আমার পরিবারকে দাওয়াত করে আমাদের কে সংবর্ধনা দিয়েছেন। আমি মালয়েশিয়াতে অবস্থানরত বাঁশখালীর ভাইদের একসাথে পেয়েছি, যা ভালো লাগার বিষয়। প্রয়াত আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ।'
সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন- মুহাম্মদ আবু নাছের (চাপাছড়ি), মুহাম্মদ আরমান ইকবাল (আস্করিয়া, জলদী), মুহাম্মদ দিদারুল আলম (চাম্বল), বাঁশখালী কল্যাণ ট্রাস্টের সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিন (জলদী), সহ-সভাপতি মুহাম্মদ নাছির, অর্থসম্পাদক মুহাম্মদ আবুল বশর, কাপ সদস্য মুহাম্মদ ওবায়দুল, মুহাম্মদ জসিম উদ্দিন (আস্করিয়া, জলদী), মুহাম্মদ নুর মোহাম্মদ (আস্করিয়া, জলদী), ফজল করিম (জলদী, আস্করিয়া), ইয়াছিন, শাহাদাত (কাহারঘোনা) সহ মালয়েশিয়ায় অবস্থানরত বাঁশখালীর প্রায় অর্ধশতাধিক প্রবাসী।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন