বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

স্বৈরচারের সন্ত্রাসীরা বাঁশখালীতে এখনো প্রকাশ্যে চলাফেরা করে: শ্রমিক নেতা মোখতার সিকদার

শিব্বির আহমদ রানা::

'ধনী-গরীব, শিক্ষিত-অশিক্ষিত সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা আছে। আমরা অহেতুক কোনো মানুষের সম্মানহানি করতে চাইনা। কিন্তু কোনো মানুষ যদি ফ্যাসিস্টদের কে পেট্রোনাইজ করে, স্বৈরচারকে নতুন করে প্রতিষ্টা করে এদেশের তৌহিদী জনতার বিরোদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করে তার সমুচিত জবাব দিতে বাধ্য হবো বলে বাঁশখালী উপজেলা প্রশাসনকে সতর্ক করেন চট্টগ্রাম দক্ষিণজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোখতার হোসাইন সিকদার।'

তিনি আরো বলেন, 'আমি বাঁশখালী থানার চৌকস পুলিশ অফিসার ওসি জনাব সাইফুল ইসলামকে বলবো- যে স্বৈরচার সন্ত্রাসী করে, মাস্তানি করে, বালুমহাল দখল করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে এ বাঁশখালীর মানুষকে অস্থির করে তুলেছে তারা রাস্তায় ওপেন চলাফেরা করবে, আপনারা নীরব থাকবেন তা বাঁশখালীর মানুষ আশা করে না। সম্মানিত ওসি সাহেব কে অনুরোধ করবো আপনি পদক্ষেপ নিন, আমরা আমাদের কর্মীদেরকে আইন হাতে তুলে নেওয়ার জন্য পরামর্শ দিব না।'

রোববার (১৯ জানুয়ারী) রাতে মাছরাঙ্গা কনভেনশন হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পুইছড়ি ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোখতার হোসাইন সিকদার এসব কথা বলেন।

ফেডারেশনের পুঁইছড়ি ইউনিয়ন শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নোমান বিন তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, মাওলানা মুহাম্মদ সোলাইমান, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন সম্পাদক মুহাম্মদ শরফুল আমিন চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা জোবায়ের আহমদ।

পুইছড়ি ইউনিয়ন শ্রমিক কল্যাণের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আব্দুল আহাদ এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণের সহ সেক্রেটারী কাজী এমরানুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন প্রমূখ।

এ সময় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও জোবাইর আহমদ পুইছড়ি ইউনিয়ন শ্রমিক কল্যাণের ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা আবদুল আহাদ কে সভাপতি ও আলহাজ্ব ওসমান গণি চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।


বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.