শিব্বির আহমদ রানা:::
বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৯ জানুয়ারী) বিকেল ৫ টায় বাঁশখালী সরকারি আলাওল কলেজ হলরুমে উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার লোকমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শাখাওয়াত জামাল দুলাল।
বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির অভিভাবক, সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী বুলবুল, সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুস ছবুর, পৌরসভা বিএনপির আহবায়ক রাসেল ইকবাল মিয়া।
এডিশনাল পিপি অ্যাডভোকেট শওকত ওসমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ফজলুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুল হক, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহসিন, খানখানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহেদুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুস সবুর, ফরহাদুল ইসলাম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে শাখাওয়াত জামাল দুলাল বলেন, 'বিদায়ী ফ্যাসিস্ট সরকার এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমাদেরকে ফ্যাসিস্ট বিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। অর্ন্তবর্তিকালীন সরকারকে টেকসই সংস্কারের জন্য সহযোগীতা করতে হবে। যৌক্তিক সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে, অন্যতায় স্বৈরচারী সরকারের ষড়যন্ত্র বাড়তে থাকবে।'
বিশেষ অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, 'দেশমাতৃকার মুক্তির জন্য নের্তৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বিরত্বের পরিচয় দেন। জিয়াউর রহমানের জন্মদিনে তার প্রদর্শিত পথেই আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, এবং ছাত্রদলসহ বিএনপি'র অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন