বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

চাম্বল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

জনপদসংবাদদাতা:::

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাম্বল ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন বাঁশখালী উপজেলার চাম্বলস্থ আয়ান পার্কে বৃহস্পতিবার (২ জানুয়ারী) সন্ধ্যায় ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক কাইছার উদ্দিনের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শের নাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। এদেশ আমাদের, এদেশ কাউকেও ইজারা দেওয়া যাবেনা। জীবন দিয়ে হলেও আমাদের শ্রমিকসহ সবার অধিকার রক্ষা করব, ভোটাধিকার রক্ষা করব। সত্য ও ন্যায় ইনসাফ প্রতিষ্টার জন্য দাওয়াত দিচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমরা শ্রমিকরা এক হয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সকল অঙ্গ সংগঠনের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। একটি সুখী সমৃদ্ধিশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো।'

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেডারেশনের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোখতার হোছাইন সিকদার, কোষাধ্যক্ষ আ.ন.ম মহি উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, ফেডারেশনের বাঁশখালী উপজেলার সভাপতি মাওলানা জোবাইর আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দীন, উপদেষ্টা সৈয়দ মর্তুজা আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন উপদেষ্ঠা আব্দুল জলিল মানিক, বিশিষ্ট সমাজ সেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, উপজেলা শ্রমিক কল্যাণের সহ সাধারণ সম্পাদক কাজী ইমরানুল হক, দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ হোছাইন, বিশিষ্ট সমাজ সেবক শাহাদাত হোসেন তালুকদার, চাম্বল শ্রমিক কল্যাণের সভাপতি আনোয়ারুল আজিম সাইদি, ইতালি প্রবাসী আমজাদ হোসেন, শীলকূপ ইউনিয়ন সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমূখ।

এ সময় চাম্বল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেশনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.